সেলফি প্রেমীদের জন্য সুখবর।ভালো মানের ছবি তোলার জন্য সামনে পিছনে দুটি করে চারটি ক্যামেরা এখন অনেক সংস্থার দামী ফোনে থাকে। তবে এবার সেলফিপ্রেমীদের লক্ষ্যে ৮টি ক্যামেরা, হ্যাঁ ঠিকউ শুনেছেন সনি-র নতুন ফোনে থাকছে এই সুবিধা। এতে ছবির গুণগত মান যেমন বাড়বে, তেমনই যাঁর ছবি তুলবেন তিনি খুশি হয়ে যাবেন। কখনও সেলফি, কখনও বা নিজের প্রিয় মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখা— ছবি তুলতে চান প্রায় সবাই। তার জন্য সবার আগে দরকার ভাল ক্যামেরা যুক্ত একটি স্মার্টফোন। মোবাইলের দুনিয়ায় বিপ্লব ঘটিয়ে জাপানি বহুজাতিক সংস্থা ‘সনি’ এ বার বাজারে নিয়ে আসতে চলেছে মাল্টিক্যামেরা যুক্ত স্মার্টফোন, যাতে থাকবে আটটি ক্যামেরা। সনির তরফে জানানো হয়েছে, নতুন ধরনের এই ফোনে থাকছে ছয় রকমের ক্যামেরা সেন্সর। থাকছে ৪৮ মেগাপিক্সল যুক্ত প্রাইমারি লেন্স সেন্সর এবং যথাক্রমে ২০, ১৬, ১২ এবং ৮ মেগাপিক্সেল যুক্ত সেকেন্ডারি লেন্স সেন্সর। ছয় নম্বর লেন্সটিতে থাকছে ০.৫ মেগাপিক্সল যুক্ত অত্যাধুনিক টিওএফ সেন্সর যার সাহায্যে কোনও বস্তুকে সহজেই স্ক্যান করা যাবে। প্রতিটি সেন্সরের অ্যাপারচার ২.৪। থাকছে ডুয়েল ভ্যারিয়েবল অ্যাপার্চারের মতো উন্নত মানের প্রযুক্তি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct