ক'দিন আগেই জানিয়েছিল, এয়ার ইন্ডিয়া জানিয়েছিল তাদের বিমানে জমজমের পবিত্র জল বহন করা যাবে না।এরপর বিশ্বজুড়ে মুসলিম মানুষ এই নিষেধাজ্ঞায় অসন্তোষ প্রকাশ করেন। বাধ্য হয়ে এই এয়ার লাইন্সটির ট্যুইটার হ্যান্ডলে বিষয়টি নিয়ে ক্ষমা চাওয়া হয় এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এয়ার ইন্ডিয়া জানায়, AI966 ও AI964 এ যাত্রীদেরকে জমজমের জলের পাত্র বহন না করতে দেওয়া নির্দেশনাটি সংশোধন করা হয়েছে। সংশোধিত নির্দেশনা অনুযায়ী যাত্রীরা তাদের অনুমোদনযোগ্য লাগেজের সঙ্গে জমজমের জলের পাত্র বহন করতে পারবে। এর আগে দেওয়া নির্দেশনাটির জন্য যাত্রীরা যে অসুবিধা ভোগ করেছে, তার জন্য ক্ষমাপ্রাথর্নাও করেছে ভারতের প্রথমশ্রেনির এই এয়ারলাইন্সটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct