গ্যাস সিলিন্ডারের কানেকশন নিলে তার জন্য যে টাকা দিতে হয়, তার ভর্তুকির টাকা চালে আসে ব্যাংক অ্যাকাউন্টে। এবার সেই কায়দায় এগোতে চাইছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। রেল দফতরের তরফে নতুন এক প্রস্তাব পেশ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরে। তাতে বলা হয়েছে 'গিভ ইট আপ' প্রকল্পের আওতায় ২০১৯-২০ বর্ষ থেকে রেলের টিকিটে ভর্তুকি চালু করা হোক। এর আগেও সুরেশ প্রভু যখন রেলমন্ত্রী ছিলেন তখন এই প্রস্তাব পাশের উদ্যোগ নেওয়া হলেও তা বাতিল হয়ে যায়। এবার আসা অনুমোদন পাবে।
রেল সূত্রে জানা গেছে, এখন যা টিকিটের মূল্য তার ৪৭ শতাংশ দেয় রেল আর ৫৭ শতাংশ দিতে হয় যাত্রীকে। এই ৪৭ শতাংশ ভর্তুকির টাকাটা সরাসরি যাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'গিভ ইট আপ'। একবারে গ্যাসের ভর্তুকির কায়দায় টাকা দেওয়া হবে। প্রথম।পর্যায়ে প্রবীণ নাগরিকদের যে ছাড় দেওয়া হয় তাই প্রকল্পের আওতায় এনে দেওয়া শুরু হবে। এর ফলে পুরো টিকিটের দাম আগে দিতে হবে, তারপর মিলবে ভর্তুকি। রেল সূত্র জানিয়েছে, টিকিট বিক্রি করে রেলের যায় হয় ৫০ হাজার কোটি টাকা। ২০১৯-২০ বর্ষে তা ৫৬০০০ কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এই নতুন প্রকল্প।