তৃণমূল কংগ্রেসের বিধায়ক, কাউন্সিলরদের ভাঙিয়ে বিজেপিতে নিয়ে আসার প্রচেষ্টা চলছে। কামগ্রেস থেকেও বিজেপিতে যোগদান চলছে অন্য রাজ্যে। কিন্তু তাই বলে দলের শীর্ষ নেতা নেত্রী চলে যাচ্ছেন বিজেপিতে? এই ধরণের প্রচারে তৃণমূল কামগ্রেস ও কংগ্রেসের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। বিজেপির প্রতীক সহ সোশ্যাল মিডিয়ায় একটা প্রচারপত্র ছাড়িয়ে দেওয়া হয়েছে যেখানে নাম রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। দেখানো হয়েছে বিজেপির সদস্য পদ নিয়েছেন তারা।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া কার্ডে মুখ্যমন্ত্রীর ছবির পাশে তার নাম এবং রাজ্য পশ্চিমবঙ্গ লেখা আছে। শেষের দিকে লেখা সদস্যপদ নম্বর ৯৫১২। অন্যদিকে রাহুল গান্ধীর ছবির পাশে তার নাম এবং রাজ্য নিউ দিল্লি লেখা আছে। সদস্যপদ নম্বর লেখা হয়েছে ৪২৮। তবে জানা গেছে সোশ্যাল মিডিয়ায় ছাড়িয়ে দেওয়া এই সব
আইডেন্টিটিটি কার্ড ভুয়া।
এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানা ধরণের কুরুচিকর ছবি, পোস্ট শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার বিজেপির সদস্য বলে প্রচার করে বিজেপি তৃণমূলের ক্ষোভের মুখে পড়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct