এবার থেকে হজযাত্রীরা জমজমের জল নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে উঠতে পারবে না বলে জানিয়ে দেওয়া হল। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে কেরালা এবং হায়দরাবাদ রাজ্যের হজযাত্রীদের মধ্যে চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।যারা হজের উদ্দেশে সৌদি আরবে যান তাদের বেশিরভাগই দেশে ফেরার পথে জমজমের জলের নিয়ে আসেন। যদিও এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে আঞ্চলিক ব্যবস্থাপক প্রভু চন্দ্রন বলেন, ' বোয়িং ৭৩৭ বিমানের ফ্লাইটের ধারণ ক্ষমতা কম। এ কারণেই ক্যানে করে জমজমের জল বিমানের মধ্যে বহনে সাময়িক নিষেধাজ্ঞা আনা হয়েছে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct