গোরক্ষকদের তাণ্ডব ক্রমে ক্রমে বেড়ে চলেছে দেশে। গরু পাচার সন্দেহে কিংবা হাটে গরু নিয়ে যাওয়ার অভিযোগে এতদিন তাণ্ডব করত গোরক্ষকরা। এবার তারা ছাড় দিল না এক ট্রেন চালককে। ট্রেন চালকের অপরাধ দ্রুত গতির ট্রেন ধাক্কা মেরেসিগে গরুকে। আর তাতেই ক্ষিপ্ত হয়ে গো রক্ষকরা বেধড়ক মারধর করল ট্রেন চালককে। তাও এক আধ বার নিয়ে, তিন তিন বার। এই ঘটনাটি ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে।
জানা গেছে শনিবার সিধপুর ও মেহসানার মধ্যে চলা গোয়ালিয়র-আহমদাবাদ সুপারফাস্ট ট্রেন দুরন্ত গতিতে যাচ্ছিল। সে সময় সকাল সওয়া এগারোটা নাগাদ পাটানের সিধপুর জাংশনের কাছে একটি গরু আচমকা রেল ট্র্যাকের উপর চলে আসে। স্টেশন মাস্টার লাল সিগন্যাল দেখান। ট্রেন দ্রুত গতিতে চালায় তা থামার আগেই গরুটির উপর দিয়েই ট্রেন চলে যায়।
এরপর কাছের একটি স্টেশনে নেমে গরুটির দেহ ইঞ্জিন থেকে সরানোর জন্য রেলকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন জি এ ঝালা। তখন আচমকাই ওই ট্রেনের বছর তিরিশের এক যাত্রী নেমে এসে ঝালাকে হেনস্থা করা শুরু করেন। সে ঝালাকে জিগগেস করতে থাকে, আপনি কি অন্ধ? গরুটাকে দেখতে পেলেন না? নিজেকে গোরক্ষক বলে দাবি করে ঝালাকে বেধড়ক মারধর করে।
কয়েক মিনিটের মধ্যেই তার সঙ্গে যোগ দেয় আরও শ'দেড়েক গোরক্ষক। এভাবে রোষ গিয়ে পড়ে চালক জিএ ঝালার উপর।
এর পর কামলি ও উঁচা স্টেশনেও ওই চালককে মারধর করেগোরক্ষকরা। এ নিয়ে মেহসানা জিআরপি-তে অভিযোগ দায়ের করেন ট্রেন চালক। তবে গো রক্ষকের গ্রেফতার করা হয়েছে কিনা তা জানা যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct