ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে ফের কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। এতে নিহত হয়েছে কমপক্ষে ৩০ জন।গুরুতর আহতের সংখ্যা ৪২ জন বলে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক ব্রিটিশ মিডিয়াকে জানিয়েছেন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ঘটনাটি ঘটেছে পশ্চিম কাবুলের শিয়া অধ্যুষিত একটি এলাকায়।যদিও এখন পর্যন্ত কারো পক্ষ থেকেও এ ঘটনায় দায় স্বীকারের খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণ স্থলের কাছেই উপ-সরকারি প্রধান নির্বাহী মোহাম্মদ মোহাকিকের বাড়ি।
তার একজন মুখপাত্র বার্তা সংস্থাকে বলেছেন, তারা ধারণা করছেন যে মোহাকিকের বাড়িই ছিলো বোমাভর্তি গাড়ির লক্ষ্যবস্তু। তবে রক্ষীরা গাড়িটিকে থামিয়ে দিয়েছিলো। এদিকে বিস্ফোরণে দেশটির খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মালিকানাধীন একটি ছোট বাস ধ্বংস হয়ে গেছে বলে নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স।
নিহত ১৩ জনের লাশ হাসপাতালে আনা হয়েছে ও আহত ১৭ জনকে ভর্তি করা হয়েছে বলে কাবুলের সিটি হাসপাতালের পরিচালক সালিম রাসৌলি জানিয়েছেন।
কাবুলের একটি মসজিদে ‘আইএস’ এর হামলায় চারজন নিহত হওয়ার দুই সপ্তাহের মাথায় এই গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। গত মে মাসে কাবুলের কূটনৈতিকপাড়ায় ট্রাকে বিস্ফোরক বোঝাই করে চালানো এক আত্মঘাতী হামলায় অন্তত দেড় শ' মানুষ নিহত হন। এবং মে মাসের পর বিভিন্ন হামলায় আরো ৯০ জন নাগরিক নিহত হন।