গরু ব্যবসায়ীদের বিপদ কিছুতেই থামছে না। বিক্রি করার করার জন্য হাটে গরু নিতে যাওয়ার পথে আক্রান্ত হলেন ২৪জন গরু বিক্রেতা। গো রক্ষকরা তাদের আটকে দড়ি বেঁধে রাস্তায় সারি দিয়ে রেখে দিল। তারপর 'গো মাতা কি জয়’ স্লোগান দিতে বাধ্য করা হল তাদেরকে। তবে গো রক্ষকদের এর জন্য শাস্তি পোহাতে হয়নি, গরু ব্যবসায়ীদেরকে উল্টে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি অবশ্য যোগী যায্যে ঘটেনি, ঘটেছে মধ্যপ্রদেশে।
গো রক্ষক তাণ্ডবের এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গেছে, মহারাষ্ট্রের একটি পশু হাটে রবিবার গবাদি পশু নিয়ে যাচ্ছিলেন ২৪ জন ব্যক্তি। তাদেরকে মধ্যপ্রদেশের খন্ডওয়া জেলায় আটকে দেয় গো-রক্ষকের একটি দল। তারপর তাদের উপর নির্যাতন চালায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে দলের ১৫ জনের হাত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটু মুড়ে বসিয়ে তাদেরকে হাঁটতে বাধ্য করা হচ্ছে। আর তাদের বলতে হচ্ছে 'গো মাতা কি জয়’। এই ঘটনার ভিডিও তুলছিল সাদা পোশাকে পারে এক ব্যক্তি।
সংবাদ সংস্থা সূত্র জানিয়েছে, ওই এলাকায় গো রাক্ষকদের ১০০ জনের দল রয়েছে। তারা সাভালিকেড়া গ্রামের। এরাই নজরদারি করে বেড়ায়। এদের অভিযোগ হাতে গরু বিক্রি করার জন্য নয়, গো হত্যার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট শিবদয়াল সিং বলেছেন, ২৪ জনের কাছে গরু বিক্রি করার উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি। তাই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু গো রক্ষকরা আইন হাতে তুলে নেয়ায় তাদের নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct