৯ বছর আগে মাত্র ৭ বছর বয়সে অসমের বাসিন্দা পূজাকে একটি দালালের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়েছিল অরুণাচলপ্রদেশে। সম্প্রতি সেই তরুণীকে উদ্ধার করা হয়েছে। তার মুখ থেকেই জানা গিয়েছে ভয়ানক অভিজ্ঞতার কথা। জানা গিয়েছে, অরুণাচলে এখনও চলছে শ্রমিক কেনাবেচার বাজার। অরুণাচলসহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে এই ধরণের কাজ চলছে ভিতরে ভিতরে। ৭ বছর আগে বিউটি পার্লারে কাজ দেওয়ার নামে আসামের বিশ্বনাথ জেলার বিহালি থেকে চা-শ্রমিক পরিবারের সাত বছরের মেয়ে পূজাকে তার বাবা-মার কাছ থেকে নিয়ে গিয়েছিল দালালরা। প্রথমে তাকে দাপোরিজোয়ের এক পরিবারে বিক্রি করা হয়। সেখানে কিছুদিন বাড়ির কাজের লোকের কাজ করে পূজা। পরে ওই পরিবার তাকে চীন সীমান্ত ঘেঁষা টাকসিঙে অন্য এক পরিবারের কাছে বিক্রি করে দেয়। দুর্গম ওই এলাকা থেকে পালিয়ে আসা সম্ভব ছিল না। ঘরের কাজের পাশাপাশি জুম চাষ ও সেনাবাহিনীর রসদ পৌঁছনোর কাজ করতে হতো তাকে। স্থানীয় ঠিকাদাররা ওই এলাকায় সেনা সদস্যদের রেশন পৌঁছে দেওয়া, রাস্তা সারানোর কাজ করা, সেনা-বাঙ্কার তৈরি করার কাজে এমন শ্রমিকদেরই নিয়োজিত করে। সেখানে তার উপরে যৌন নির্যাতনও চলে। ক্রীতদাস ও ক্রীতদাসীরা কোনও হাতখরচা পায় না, শুধু খেতে পায়। কৈশোর থেকে যৌবন বেশ কয়েক'বার বিক্রি হয় সে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct