ক'দিন আগে হিন্দু রীতিতে নিখিল জৈনকে বিয়ে করে সমালোচনার মুখে পড়েন বসিরহাটের সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। সিঁদুর লাগিয়ে, মঙ্গলসূত্র পড়ে পার্লামেন্টে যাওয়ায় তাকে নিয়ে সমালোচনা তুঙ্গে ওঠে।
বিষয়টি ইসলাম ধর্মে অগ্রহণযোগ্য বলে ফতোয়া জারি করে দেববন্দের ইমাম। অবশ্য এসব সমালোচনা ধার ধারছেন না নুসরাত।এর মাঝে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে ইস্কনের রথের দড়ি টানার হিন্দু ধর্মীয় রীতি পালন করেছেন বসিরহাটের সাংসদ। যদিও তাঁর রথযাত্রায় উপস্থিতি নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর মতে, নুসরতকে দিয়ে রথের দড়ি টানিয়ে হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন মুখ্যমন্ত্রী। সেটাকে মাথায় রেখে কটাক্ষের সুরে মুকুল রায় বলেন, 'নুসরাতকে নিয়ে গিয়ে রথের দড়ি টানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি কারোও ধর্মকে আঘাত করতে চাই না। কিন্তু মমতা ব্যানার্জির কাছে আমার একটা প্রশ্ন, আমি আমার ধর্মীয় অবস্থানকে না পাল্টে হজে যেতে চাই। মুখ্যমন্ত্রী ব্যবস্থা করুন।' হিন্দু ধর্মের অনুসারী হয়ে হজ করতে মক্কা যেতে চান, সেটা সম্ভব কি না মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেছেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct