একবিংশ শতকে দাঁড়িয়ে কুসংস্কারের আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল অসমে। সামান্যের জন্য অসমের ওদালগুড়ি গ্রামে শিশুবলি হওয়া থেকে রক্ষা পাওয়া গেল। নরবলির জন্য আনা শিশুকন্যাটিকে উদ্ধার করে অসম পুলিশ। আর সে জন্য গুলি চালাতে হয়েছে পুলিশকে। জানা গিয়েছে, এক তান্ত্রিকের তত্ত্ববধানে এক বিজ্ঞান শিক্ষকের বাড়িতে চলছিল নরবলির এ আয়োজন। যার জন্য আনা হয়েছিল একটি শিশুকন্যাকে। আশ্চর্যের বিষয়, সেই শিশুটির অভিভাবরাও সেখানে উপস্থিত ছিলেন। হাড়িকাঠ এবং শান দেওয়া খড়গও তৈরি করা ছিল। নরবলির আগে চলছিল যজ্ঞ। সঙ্গে মন্ত্রোচ্চারণ। যজ্ঞের সকলকে আগুনের শিখা ঘিরে চলছিল পরিবারের উন্মত্ত উলঙ্গ নৃত্য। আশপাশের মানুষ উঁকি দিয়ে এই দৃশ্য দেখতে পেয়ে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু তাদের ওপর চড়াও হয় অভিযুক্ত পরিবারের সদস্যরা। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ও আধা সামরিক বাহিনী প্রথমে বাড়িটিকে ঘিরে ফেলে। পুলিশের পক্ষ থেকে বাইরে আসার অনুরোধ জানানো হয়। কিন্তু পুলিশের ওপর অভিযুক্ত পরিবারের সদস্যরা পাল্টা আক্রমণ চালালে গুলি চালাতে বাধ্য হয় তারা। পুলিশের গুলিতে জখম হয়েছেন গৃহকর্তা যাদব চহরিয়া। শিশূটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভন্ড তান্ত্রিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে পরিবারের অন্য সদস্যদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct