কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেই দেশদ্রোহী তকমা দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে আসছে বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বহু রাজনীতিক এ নিয়ে সরব হয়েছিলেন। এবার সরব হলেন বিশিষ্ট অভিনেত্রী ও সংসদ শাবানা আজমি। শনিবার তিনি মধ্যপ্রদেশের ইন্দোরে এক অনুষ্ঠানে শাবানা আজমি বলেছেন, বর্তমানা কেউ যদি কেন্দ্রের সরকারের বিষয়ে প্রশ্ন তোলেন, তাহলে তাকে দেশবিরোধী হিসেবে তকমা দেওয়া হয়। তিনি বলেন, একটি দেশে কারো ভুল ধরা কোনো অন্যায় নয়। কারণ, এটা অগ্রগতিকে সামনে এগিয়ে নেয়ার ক্ষেত্রে কর্মকান্ড সংশোধন করতে সাহায্য করে। এটা দেশের স্বার্থের জন্যই মঙ্গলময়। যদি কেউই ভুলত্রুটি ধরিয়ে না দেয় তাহলে পরিস্থিতির কখনোই উন্নতি হবে না। তবে তিনি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নাম উল্লেখ করেন নি, সরকারের নাম উল্লেখ করেছেন।
তার মতে কাউকে দেশবিরোধী হিসেবে তকমা দিলে কারো ভয় পাওয়া উচিত নয়। কারণ, কারো কাছ থেকে জাতীয়তাবাদের শিক্ষা পাওয়ার প্রয়োজন নেই।
শাবানা আজমি আরো বলেন, ভারতীয়রা তার দেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্য ও সংবিধান নিয়ে গর্ব করেন। তারা ভারতে সবাইকে একসঙ্গে নিয়ে যে সংস্কৃতি তা রক্ষা করার জন্য লড়াই করে যাবেন।
উল্লেখ্য, ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন ও থিয়েটারের অতি পরিচিত মুখ শাবানা আজমি। তিনি কবি কাইফি আজমি ও মঞ্চ অভিনেত্রী শওকত আজমির কন্যা। তিনি ফিল্ম অ্যান্ড টেভিলিশন ইন্সটিটিউট অব ইন্ডিয়া অব পুনের একজন অ্যালামনি। ৫ বার জিতেছেন সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ ছাড়া পেয়েছেন আন্তর্জাতিক অনেক সম্মান। ৫ বার জিতেছেন ফিল্মফেয়ার এওয়ার্ড। এ ছাড়া পুরষ্কার পেয়েছেন বিভিন্ন পর্যায়ে। সামাজিক বিভিন্ন কর্মকা-ের সঙ্গে যুক্ত তিনি। তিনি কবি ও স্ক্রিনরাইটার জাভেদ আখতারের স্ত্রী। রাষ্ট্রসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিল ইউএনপিএফএ-এর শুভেচ্ছা দূতও তিনি। শাবানা আজমি রাষ্ট্রপতি মনোনীত লোকসভার সদস্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct