বেহাল অবস্থা কংগ্রেসের। রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির পদ আর থাকতে চান না কোনো ভাবে, এই বার্তা যাওয়ার পর পদত্যাগের হিড়িক পড়েছে দলীয় পদ থেকে। রাহুল ঘনিষ্ঠ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পদত্যাগ করলেন তার সঙ্গে পদত্যাগ তালিকায় রয়েছে আরো বহু ব্যক্তি। লোকসভা নির্বাচনে দলের পরাজয়ের দায়িত্ব কাঁধে নিয়ে রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির পদত্যাগ করার পর তারই পথ ধরলেন। কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দীপক বাবারিয়া, বিবেক তানখা রোববার তাদের পদত্যাগ করার কথা জানিয়ে দিয়েছেন।
পদত্যাগ করেছেন মধ্যপ্রদেশের কংগ্রেস মুখ্যমন্ত্রী কমল নাথও। জানা গেছে, যেহেতু দলের সভাপতি পদ ত্যাগ করেছেন রাহুল গান্ধী, তাই এসব নেতার পদত্যাগপত্র গ্রহণ করতে পারেন শুধু দলের নতুন সভাপতি। যতক্ষণ পর্যন্ত নতুন সভাপতি নির্বাচিত না হচ্ছেন এবং তিনি এসব পদত্যাগপত্র গ্রহণ না করছেন, ততক্ষণ পর্যন্ত পদত্যাগী নেতারা তাদের পদে বহাল থাকবেন। বুধবার রাহুল গান্ধী একটি চিঠি ট্যুইট করেন।
এতে তিনি জানান, কংগ্রেস সভাপতি পদ ত্যাগ করেছেন। কিন্তু এর আগে দলীয় নেতাকর্মীরা তাকে স্বপদে বহাল থাকার জন্য অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যান। তারা দাবি তোলেন, রাহুলই দলের নেতৃত্ব দিন। কিন্তু ওই চিঠি তাদের কাছে এটা পরিষ্কার করে দেয় যে, গান্ধী পরিবারের আইকন রাহুল গান্ধী আর নেই নেতৃত্বে।
উল্লেখ্য, ২৯ জুন দলীয় অফিসে এক বৈঠকে কমপক্ষে ১৪৫ জন কংগ্রেস থেকে পদত্যাগ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct