এবার দেশের মুসলিমদের আইন নিয়ে পড়াশোনার পরামর্শ দিলেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদ-উল মুসলিমীনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। এ বিষয়ে এদিন তিনি বলেন, 'মুসলমিদের আইন ভালো করে বোঝা উচিত, আর তাই মুসলিমদের আইন নিয়ে পড়াশোনা করা প্রয়োজন। ভারতে মুসলমান আইনজীবী প্রয়োজন। নোটারি নয়, এমন আইনজীবী হতে হবে যে সংবিধানকে ভালোভাবে জানবে, সেই সঙ্গে মুসলিম পার্সোনাল বোর্ড সম্পর্কেও জানবে। আইনের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানবে। আমি আইনজীবী, কিন্তু আমি প্র্যাকটিস করতে পারি না। আল্লাহ যে সম্মান দিয়েছেন তা ধরে রাখুন। ভারতের প্রধানমন্ত্রী তাঁর দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারেন কি-না তাও দেখতে হবে। আমিও চাই চীনের চেয়ে ভারত আরো এগিয়ে যাক।মুসলমান ভাইয়েরা নিজেদের আরও মজবুত করুন।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct