চীনে ‘ইয়ারল্যাং জাঙবো’ যেটা ভারতে ব্রহ্মপুত্র নদ নামে পরিচিত। ইয়ারল্যাং জাঙবো তিব্বতে বয়ে যায়। আর এই ইয়ারল্যাং জাঙবোতে আধুনিক জলবিদ্যুৎ প্রকল্প বানিয়ে নদীর গতিপথ উত্তরে ঘোরাতে চায় চীন। এভাবেই ভারতকে নাকি চাপে রাখতে চায় চীন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, মোদি সরকারের দ্বিতীয় ইনিংসে চীন কি নতুন করে চিন্তার কারণ হতে চলেছে?বিশেষজ্ঞদের ধারণা, নরেন্দ্র মোদির চিন্তার কারণ হবে চীন। ব্রহ্মপুত্র নদের উপর চীনের বাড়তি লোভ নয়াদিল্লির ঘুম কেড়ে নিতে পারে। ব্রহ্মপুত্রের জল ব্যবহারে চীনের সঙ্গে ভারতের কোনো চুক্তি নেই। যে কারণে ভারত বিষয়টিতে লাল সঙ্কেত দেখছে। চীন মনে করে, ব্রহ্মপুত্রের উপর বাঁধ দিয়ে নিজের দেশের জন্য জল প্রকল্প তৈরি করলেই ভারতের অরুণাচল প্রদেশ কব্জা করা যাবে। ভারত মনে করে বিতর্কিত তিব্বত মালভূমিতে চীনের প্রকল্প তৈরি হলে দেশের উত্তর-পূর্বে জলের যোগান কমবে। চাপ পড়বে অর্থনীতিতে। তাহলে ভারত-চীনের জলযুদ্ধ কি রক্তক্ষয়ী হাতিয়ার যুদ্ধে পরিণত হতে পারে? উত্তেজনার আশঙ্কা রয়েছে। ২০১৭ সালে একটি ভিন্ন ইস্যুকে নিয়ে ভুটানের ডোকলামে দুই দেশের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। মোদি সরকার চীনকে ছেড়ে কথা বলেনি। পরে অবশ্য সেনাবাহিনী সরিয়ে নিতে বাধ্য হয় চীন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct