‘জয় শ্রী রাম’ স্লোগান বাংলার সংস্কৃতির কোন যোগ নেই বলে মন্তব্য করলেন ভারতের নোবেলজয়ী অর্থনীতবিদ অমর্ত্য সেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি বলেন, ‘আমি এরকম প্রাচীন বাঙালি বক্তব্য আগে কখনও শুনিনি। এটা ইদানিংকালে আমদানি। মানুষকে প্রহার করার জন্য এটা বলা হচ্ছে। আমার মনে হয় বাংলার সংস্কৃতির সাথে এর কোন সম্পৃক্ততা নেই।’ ‘রাম নবমী’ উদযাপন নিয়েও বাড়াবাড়ি করা হচ্ছে বলে মনে করেন নোবেলজয়ী এই অর্থনীতবিদ। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি শুনছি যে কলকাতায় নাকি খুব রাম নবমী হচ্ছে। এর সম্পর্কে আগে কখনও শুনিনি। আমি আমার চার বছরের নাতনির কাছে জানতে চেয়েছিলাম যে তোমার প্রিয় দেবতা কে? সে বললো মা দুর্গা। মা দুর্গা আমাদের জীবনের সাথে ওতপ্রত ভাবে জড়িত। মা দুর্গার গুরুত্বের সাথে রাম নবমীর কোন তুলনা চলে না।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct