ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে স্বাক্ষরিত চুক্তি আর মানবে না ইরান। পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এদিন এই বিষয়টি জানিয়ে দিয়েছেন। রুহানি বলেন, 'চুক্তিতে অংশগ্রহণকারী দেশগুলো কোনো সুনির্দিষ্ট পথ বের করতে না পারলে ইরান নিজের ইচ্ছামতো ও প্রয়োজনমতো ইউরেনিয়াম সমৃদ্ধ করবে।'জয়েন্ট কমিপ্রহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামে ২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তির আওতায় ইরানকে ৩ দশমিক ৬৭ মাত্রার তিন শ’ কিলোগ্রাম পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছিল। নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য রাষ্ট্র ও জার্মানিসহ মোট ছয়টি দেশের সঙ্গে স্বাক্ষরিত এ চুক্তি থেকে গত বছর ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে সরিয়ে নেয়। চুক্তিতে ত্রুটি আছে দাবি করে ট্রাম্প ইরানের ওপর কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করে, যা ইরানের অর্থনীতিকে চাপে ফেলে দেয়। এর প্রতিক্রিয়ায় ইরান জানায়, চুক্তিতে অংশগ্রহণকারী বাকি দেশগুলো যদি যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধের ক্ষতিপূরণের সঠিক পথ দেখাতে ব্যর্থ হয় তাহলে দেশটি পুনরায় উন্নতমানের ইউরেনিয়াম উৎপাদন শুরু করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct