বর্তমান সময়ে সব বয়সের মানুষ কোল্ডড্রিঙ্কস খেয়ে থাকেন। তবে এই কোল্ডড্রিঙ্কস যত বেশি পান করতে ভালো লাগে, তার চেয়ে বেশি ক্ষতিকর। গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত যারা কোল্ডড্রিঙ্কস পান করছেন, তাদের ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। চিনি দিয়ে বা কৃত্রিম মিষ্টি দিয়ে তৈরি কোমলপানীয় আগাম মৃত্যুর ঝুঁকি অনেক বাড়িয়ে দিচ্ছে। কারণ এসব খাবারের কারণে হৃদরোগ, কিডনি ডিজিজ, কিডনিতে পাথর, টাইপ-টু ডায়াবেটিস, যকৃতের বিভিন্ন রোগের এবং কয়েক ধরনের ক্যানসারের সম্ভাবনা তৈরি হচ্ছে।