এবার থেকে রাজনীতিবিদ, জনপ্রিয় তারকা কিংবা পরিচিত ব্যক্তিদের পোস্ট করা ক্ষতিকর টুইট দেখাবে না টুইটার। যদিও সেই পোস্টগুলি মুছেও ফেলবে না। টুইটারের নিয়ম ভঙ্গ করে কেউ অশালিন পোস্ট করলেই এমনটি করা হবে। এত দিন মাইক্রোব্লগিং সাইটটির বিরুদ্ধে রাজনীতিবিদদের টুইট নিয়ন্ত্রণ না করার অভিযোগ করে আসছিল সাধারণ ব্যবহারকারীরা। নতুন এই নিয়মের আওতায় টুইটারে স্বচ্ছন্দে বিভিন্ন বিষয়ে আলোচনার সুযোগ মিলবে বলে ধারণা করা হচ্ছে। অনেকে অবশ্য টুইটার কতূপক্ষের এহেন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।