চলতি মাসের ১৮ তারিখে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে চলেছে একটি আন্তর্জাতিক মানের কনসার্ট। যেখানে প্রধান গায়ক হিসেবে উপস্থিত থাকবেন মার্কিন রাপার নিকি মিনাজ। কিং আবদুল্লাহ স্পোর্টস স্টেডিয়ামে ওই কনসার্টের আয়োজন করা হবে। নিকি মিনাজকে আমন্ত্রণ জানিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে সৌদিতে। কনসার্টের আয়োজকদের পক্ষ থেকে এমন ঘোষণার পর সৌদি আরবের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলছেন নিকি মিনাজের পোশাক এবং খোলামেলা গানের বক্তব্য রক্ষণশীল এই দেশটির সঙ্গে ঠিক খাপ খায় না। তার ওপর হজের মরশুমে পবিত্র নগরী মক্কা শহরের পাশে এমন কনসার্টের বিষয়ে দেশটির অধিকাংশ নাগরিকই অসন্তুষ্টি প্রকাশ করেছেন।এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন সৌদি নাগরিকরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলমানরা যখন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন, ঠিক সে সময় জেদ্দায় মার্কিন রাপার নিকি মিনাজকে নিয়ে এমন কনসার্ট আয়োজনকে অনেকেই সৌদি সরকারকে সমালোচনায় ভরে দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct