‘জয় শ্রীরাম’ না বলায় এবার পুরুলিয়ায় ১১ বছরের এক মাদ্রাসা ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। বিষয়টি মাথায় রেখে ওই মাদ্রাসা ছাত্রের বাবা নিতুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার তদন্ত হচ্ছে বলে জানালেও ঘটনার ২৪ ঘণ্টা পরেও কেউ গ্রেফতার হয়নি। ওই মাদ্রাসা ছাত্রের অভিযোগ, গত বুধবার সে এক বন্ধুকে বাসে তুলে দিয়ে মাদ্রাসায় ফেরার পথে ঘিরে ধরে চারজন যুবক। প্রথমে তারা ওই ছাত্রের নাম ও পরিচয় জানতে চায়। তারপর তাকে ‘জয় শ্রীরাম’ বলার জন্য চাপাচাপি করে। তাদের কথা না শোনায় মাটিতে ফেলে লাথি-ঘুষি মারা হয়। কাকুতি-মিনতি করলেও শোনেনি। পরে ওদের একজন বাকিদের সতর্ক করে বলে, ‘খারাপ কিছু হলে ফেঁসে যাব’। তারপর মার বন্ধ হয় বলে জানায় ওই ছাত্রটি। এই ঘটনায় তৃণমূলের জেলা সভাপতি শান্তিরাম মাহাতো দাবি করেন, উগ্র হিন্দুত্ববাদের জিগির তুলে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। অন্যদিকে, বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর জানান, বিজেপি’র ভাবমূর্তি নষ্ট করতেই তৃণমূল এই ঘটনাটি ঘটিয়েছে।