বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া যোগাযোগের জন্য খুবই জনপ্রিয় মাধ্যম। বিশেষ করে ফেসবুক। নিজের ফোন এবং ফেসবুকের পাসওয়ার্ডও খুবই গোপনীয়। এ দুটির তথ্য নিরাপদ রাখতে ব্যবহার করা হয় পাসওয়ার্ড।
বর্তমানে প্রেমিক-প্রেমিকারা তাদের প্রেম পরীক্ষা করতে এক অভিনব পদ্ধতি বেছে নিচ্ছেন। সঙ্গীর কাছে ফেসবুক পাসওয়ার্ড চেয়ে ভালোবাসার গভীরতা পরিমাপ করে থাকে। অনেকে ভালোবাসার দাবিতে সঙ্গীর কাছে পাসওয়ার্ড চান। এটি কি যৌক্তিক! তবে এই পাসওয়ার্ডের কারণে অনেক সময় দাম্পত্য সম্পর্কে কলহ দেখা দেয়। যদিও মনোবিদদের স্পষ্ট কথা, সঙ্গীর সঙ্গে আদানপ্রদান হতে পারে ভাবনা, গান ও বইসহ আরো অনেক কিছু। কিন্তু ফেসবুক পাসওয়ার্ডটি একেবারে নয়। দুর্ভাগ্য অনেক স্বামী তাদের স্ত্রীকে অধীনস্ত মনে করেন। তাদের ধারণা তাদের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া থাকতে নেই। সম্পর্কে আস্থা রাখুন। পাসওয়ার্ডে নয়। মনে রাখবেন সঙ্গী আপনাকে যতটুকু প্রবেশাধিকার দিচ্ছে ততটুকুও কেবল আপনারই। এই বোধটি আপনাকে অর্জন করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct