একটি খেলা চলাকালীন প্রত্যেকটি বলসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হয় ধারাভাষ্যকারদের। এ কাজে তাদের যেমন নিরপেক্ষ থাকতে হয় তেমনি খেলার গূঢ় তথ্য ও তত্ত্বগুলো দর্শকদের সামনে তুলে ধরতে হয়। সঙ্গত কারণেই সবকিছুর উর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে খেলার ধারা বর্ণনা করতে হয় তাদের, যেখানে নির্দিষ্ট কোন দলের প্রতি আনুগত্য কিংবা দেশপ্রেম দেখানোর বালাই থাকে না। ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার নিজ দলের প্রতি এতটাই ‘নিবেদিত’ যে তার ধারাভাষ্যে বিরক্ত হয়ে কয়েকদিন আগেই আইসিসির কাছে লিখিত অভিযোগ করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী এক ভারতীয়। তবে এবার আর ক্রিকেট ভক্ত নয়, খোদ ভারতীয় দলের খেলোয়ার রবীন্দ্র জাদেজা ধুয়ে দিয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। জাদেজাকে ‘ছোটখাটো’ বলে আখ্যা দেওয়ায় পর ভারতের প্রাক্তন এই খেলোয়ারকে তার যোগ্যতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ভারতের এই স্পিনিং অলরাউন্ডার। ইংল্যান্ডের কাছে হারের পরেই বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জাদেজাকে একাদশে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন ভারতীয় দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। আর বাঙ্গারের এই মন্তব্য শুনে মাঞ্জরেকার বলেছিলেন, ‘আমি ছোটখাটো প্লেয়ারদের বড় একটা ফ্যান নই। আমার কাছে জাদেজা এই মুহূর্তে এরকমই একজন। পঞ্চাশ ওভারের ক্রিকেটে ও এই জায়গাতেই দাঁড়িয়ে আছে। ও একজন নিখাদ টেস্ট বোলার। কিন্তু পঞ্চাশ ওভারের ফর্মমেটে আমি একজন ব্যাটসম্যান ও স্পিনারকে চাইবো। এই মন্তব্য শুনে চুপ করে বসে থাকেননি ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। মাইক্রো ব্লাগিং সাইট টুইটারে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন মঞ্জরেকরের ওপর। টুইটারে জাদেজা লেখেন, অনেক কথা শুনেছি আপনার। এবার মুখটা বন্ধ রাখুন। আপনার চেয়ে দ্বিগুণ বেশি ম্যাচ আমি খেলেছি, আর এখনো খেলছি। মানুষকে তার কৃতিত্বের মর্যাদা দিতে শিখুন। '
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct