লোকসভা নির্বাচনে বিজেপি-র বিপুল জয়ের মধ্যেই সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন বছর পঁচিশের মেহনাজ বেগম। উত্তরপ্রদেশের গোণ্ডা জেলার পরসারপুর মাহরৌর গ্রামের বাসিন্দা ওই মহিলা নিজের সদ্যোজাত শিশুপুত্রের নাম রেখেছিলেন নরেন্দ্র দামোদরদাস মোদি! সে সময় তিনি জানান, ২৩ মে নির্বাচনের ফলপ্রকাশের দিনই জন্মেছিল তার সন্তান। সেই জন্যই প্রধানমন্ত্রীর নামে নামকরণ হয়েছিল তার! কিন্তু মাসখানেক পরে এখন শিশুর নাম বদলে ফেলতে চেয়ে আবেদন করেছেন তিনি। এতদিন পর এহেন মতবদলের কারণ কী? মেহনাজ এখন জানাচ্ছেন, ২৩ মে নয়, তার ছেলের জন্ম হয়েছিল ১২ মে। কিন্তু তার মামাত ভাই মুস্তাক আহমেদ তাকে বুঝিয়েছিলেন, প্রধানমন্ত্রীর নামে সন্তানের নাম রাখা উচিত। তাতে গোটা দেশের নজর কাড়া যাবে। ওই মামাত ভাই একটি স্থানীয় সংবাদপত্রের সাংবাদিক। এর দু-দিন পরে, ২৫ মে হিন্দুস্তান নামে ওই সংবাদপত্রের লখনৌ সংস্করণে মেহনাজের ছেলের খবর প্রকাশিত হয়। মুস্তাকের সঙ্গে একযোগে ওই প্রতিবেদন লেখেন ব্যুরো চিফ কামার আব্বাস। সংবাদমাধ্যমে ওই খবর প্রকাশিত হওয়ার পরেই দেশজুড়ে হইচই শুরু হয়ে যায়। মেহনাজের প্লাস্টারবিহীন বাড়ির সামনে উপচে পড়ে সংবাদমাধ্যমের ভিড়। এরপর থেকেই তাদের প্রতি বিরূপ হন প্রতিবেশীদের একাংশ। মেহনাজ জানান, তাকে এড়িয়ে চলছেন গ্রামের বাসিন্দাদের একাংশ। এই বছর ঈদের সময়ও বাড়িতে আসেননি পড়শিরা। সম্প্রতি মেহনাজ বলেন, 'আমার মামাত ভাই সাংবাদিক। ও-ই আমাকে বুঝিয়েছিল ছেলের নাম নরেন্দ্র দামোদারদাস মোদি রাখা উচিত। জন্মতারিখ ভুল বলার কথাও ও-ই শিখিয়ে দিয়েছিল। সংবাদমাধ্যমকে কী বলতে হবে, তা-ও শিখিয়ে দিয়েছিল। যা করার ও-ই করেছে। এখন দেখছি বড় ভুল হয়ে গেছে। আমি অশিক্ষিত মানুষ। বুঝতে পারিনি। নরেন্দ্র মোদি সম্পর্কেও বিশেষ কিছু আমি জানি না।' সম্প্রতি ছেলের নাম আফতাব রাখতে চান বলে জেলাপ্রশাসকের কাছে আবেদন করেছেন মেহনাজ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct