কলকাতার নতুন শেরিফ হলেন বিশিষ্ট সাহিত্যিক শংকর। শংকর নামে সুপরিচিত হলেও তাঁর আসল নাম মণিশংকর মুখোপাধ্যায়।
কলকাতা হাইকোর্টের মনোনয়ন অনুযায়ী শংকরকে শেরিফ অফ ক্যালকাটা নিয়োগ করেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। দেশের প্রাচীনতম এই সাম্মানিক পদটির শুরু অষ্টাদশ শতাব্দীতে, ১৭৭৫ সালে জেমস ম্যাক্রাবে প্রথম শেরিফ অফ ক্যালকাটা নিযুক্ত হন, তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম স্যর ইলায়জা ইম্পে।
প্রায় সাতদশক আগে মণিশংকর মুখোপাধ্যায়ের কর্মজীবনের সূত্রপাত কলকাতা হাইকোর্টের শেষ ইংরেজ ব্যারিস্টার নোয়েল ফ্রেডরিক বারওয়েলের বাবু হিসেবে। ১৯৫৩ সালে বারওয়েলের দেহাবসানের পরেই লেখা শুরু হয় তাঁর। আদালতের পটভূমিকায় তাঁর কালজয়ী বই ‘কত অজানারে’ -- সেই বইয়ের জনপ্রিয়তা আজও অমলিন।
শংকর-এর জন্ম বনগ্রামে ১৯৩৩ সালের ৭ ডিসেম্বর। তাঁর লেখা ‘চৌরঙ্গী’, ‘সীমাবদ্ধ’, ‘জনঅরণ্য’, ‘ঘরের মধ্যে ঘর’, ‘অচেনা অজানা বিবেকানন্দ’ দেশে বিদেশে বাংলা সাহিত্যের গৌরব বৃদ্ধি করেছে।