একে অপরকে মালা পরিয়ে বিয়ে করলেন দুই মহিলা। ঘটনাটি ঘটেছে যোগী রাজ্যের অন্যতম ঐতিহ্যময় শহর বারানসীতে। ওই দুই যুবতী অবশ্য সম্পর্কে আত্মীয়। তাদেরকে কোনো পুরুষের সঙ্গে বিয়ে দিলে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে তাই তারা একজন আরেকজনকে বিয়ে করেছেন। উদ্দেশ্য চিরদিন একসঙ্গে থাকা। সে জন্য মঙ্গলবার বারানসির ধাগড়বীর হনুমান মন্দিরে গিয়ে একে অন্যকে মালাবদল ও সিঁদুর পরালেন। এভাবেই বিয়ে সম্পন্ন হল তাদের।
জিন্সের প্যান্ট ও টি-শার্ট পরা ওই দুই যুবতী প্রথমে যান কুরসাটো গ্রামের একটি মন্দিরে। কিন্তু তাকে বিয়ে পড়াতে রাজি হননি পুরোহিত। তখন সন্ধান মেলে ধাগড়বীর হনুমান মন্দিরের।
এই মন্দিরের একজন পুরোহিত বাচানু বলেন, ওই দুই যুবতী মন্দিরের ভিতরে গিয়ে বসেন কয়েক মিনিটের জন্য। তারপরই তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে বিয়ের ওড়না বের করে তা পরে ফেলেন। তারা প্রার্থনা সেরে একে অন্যের মাথায় সিঁদুর পরিয়ে দেন। তারপর দেবদেবীদের সামনে মালা ও মঙ্গলসূত্র বদল করেন।
এ সময় ওই মন্দিরের মধ্যে আরেকটি বিয়ে পড়াচ্ছিলেন আরেক পুরোহিত শিব শঙ্কর তিওয়ারি। তিনি বলেন, অন্য বিয়ের অনুষ্ঠানে আসা মানুষে ভর্তি ছিল মন্দির। তারা সবাই ওই দুই যুবতীর বিয়ে করার দৃশ্য সবাই উপভোগ করছিল।