দামি শাড়ির কথা আমরা কমবেশি সবাই জানি। নানা কারুকায, নকশার জন্য কোনও কোনও শাড়ির দাম লক্ষ টাকা ছাড়িয়ে যায়। তাই বলে একটি শাড়ির দাম ৩৯ লক্ষ ৩১ হাজার টাকা। হ্যাঁ, ঠিক শুনেছেন। বিশ্বের সবচেয়ে দামী শাড়ি তৈরি হয়েছে নয়াদিল্লিতে।গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এই শাড়িটিকে বিশ্বের সব থেকে দামি শাড়ি হিসেবে স্বীকৃতি দিয়েছে। মূলত শাড়ির নকশা, কাপড়ের মান, হাতের কাজ- এসবের উপরে নির্ভর করেই তার দাম নির্ধারিত হয়েছে। ২০০৮ সালের ৫ জানুয়ারি দিল্লিতে বিশ্বের সবচেয়ে দামি শাড়িটি বিক্রি করা হয়েছিল। চেন্নাই সিল্ক সংস্থার তৈরি করা ওই শাড়িটির নাম ‘দ্য চেন্নাই সিল্ক । এই শাড়িটির ওজন আট কেজি। শাড়িটি তৈরিতে ৫৯ গ্রাম ৭০০ মিলিগ্রাম সোনা , ৩ ক্যারেটের উপরে হীরা, ১২০ মিলিগ্রাম প্ল্যাটিনাম, ৫ গ্রাম রুপা, রুবি, পান্না, ক্যাটস আই, টোপাজ, মুক্তাসহ দামি সব পাথর ও ধাতু ব্যবহার করা হয়েছে। কুয়েতের অজ্ঞাত পরিচয় একজন ধনকুবেরের অনুরোধেই ওই সময় শাড়িটি তৈরি করা হয়। চেন্নাই সিল্কের পরিচালক শিবলিঙ্গম নিজে শাড়িটির ডিজাইন করেন।বিখ্যাত শিল্পী রবি বর্মার আঁকা ছবিও বুনন করে ফুটিয়ে তোলা হয়েছে শাড়িটিতে। শাড়িটি তৈরি করতে এক বছর সময় লেগেছিল। ৩৬ জন কর্মী ৪ হাজার ৭৬০ ঘণ্টা সময় নিয়ে শাড়িটি তৈরি করেছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct