কলকাতায় মহাসমারোহে সূচনা হল ইসকন আয়োজিত জগন্নাথ ঠাকুরের রথ যাত্রা। ওই সূচনা অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সংসদে নুসরত জাহান প্রমুখ। সূচনা অনুষ্ঠানে নুসরত জানিয়েছেন তার সিঁদুর পারে নিয়ে আলোচনা অনর্থক। তিনি জন্মসূত্রে মুসলিম ও মনেপ্রাণেও মুসলিম কিন্তু অন্য ধর্মকে শ্রদ্ধা করেন। সেটাই ভারতীয় ঐতিহ্য। তার মতে ধর্মীয় বিশ্বাসের ব্যাপারটা একেবারে নিজের।
এদিকে নুসরতের ভূমিকায় খুশি তার স্বামী নিখিল জৈন। তিনি বলেছেন, নুসরতের মতো স্ত্রীর জন্য তিনি গর্বিত।
তবে ইসকনের রথযাত্রা কেন্দ্র করে একটা সম্প্রীতির বাতাবরণ রয়েছে তা স্বীকার করেছেন ইসকনের কর্মকর্তারা। ইসকনের এক করতে রাধারমণ দাস সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ইসকনের রথযাত্রা সম্প্রীতির প্রতীক। ইসকনের রথ চক্র তৈরি করেছেন মুসলিম ভাইয়েরাই।