জেরুসালেমে আল-আকসা মসজিদে প্রবেশ নিয়ে ইসরাইলের সঙ্গে বিবাদ তুঙ্গে৷ তাই ইসরায়েল-ফিলিস্তিনি সংকট নিরসনের উপায় খুঁজতে বৈঠকে বসছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। সোমবার এই বৈঠকের জন্য সুইডেন, মিসর ও ফ্রান্সকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের সুইডেনের উপ-রাষ্ট্রদূত কার্ল সাকু। শুক্রবার ইসরায়েল অধিকৃত পশ্চিমতীরে তিন ইসরায়েলিকে ছুরিকাঘাতকরে হত্যা করা হয়। এর কয়েকঘণ্টা আগে হত্যা করা হয় তিন ফিলিস্তিনিকে। আল-আকসা মসজিদে মেটাল ডিটেক্টরসহ নিরাপত্তা ব্যবস্থায় ফুঁসে উঠে ফিলিস্তিনি জনগণ। তাদের দাবি, মসজিদ দখলের পায়তারা হিসেবেই ইসরায়েল এমনটা করছে।
শনিবার পশ্চিমতীরে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইসরায়েল। এছাড়া ফিলিস্তিনিদের বাড়িতে অভিযানও চালিয়েছে তারা। ইসরায়েলি পদক্ষেপের প্রতিবাদে শনিবার জেরুজালেমে জড়ো হয় হাজার হাজার ফিলিস্তিনি। তাদের থামাতে স্টান গ্রেনেড ও জলকামান ব্যবহার করে ইসরায়েলি পুলিশ। তারা অাল অাকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় বিতর্ক ওঠে৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct