ভূমিকম্প এবার আঘাত হল।পশ্চিমি দেশ কানাডায়। তবে এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই বলে মার্কিন আবহাওয়া দফতর জানিয়েছে। জানা গেছে বৃহস্পতিবারকানাডায় যে ভূমিকম্প হয়েছে রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.৫। এ ব্যাপারে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, কানাডার ভ্যানকুভারের উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভ্যানকুভারের পোর্ট হার্দি এলাকা থেকে ২২৫ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা না থাকলেও সতর্কতা জারি করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct