যারা সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে থাকেন তাদের জন্য খারাপ খাবার ফেসবুক সার্ভার ডাউন। এর ফলে বিশ্বজুড়ে ফেসবুক ওপেন করতে নানা সমস্যা দেখা দিয়েছে। লগইনে সমস্যার পাশাপাশি ছবি ঠিকমতো লোডিং হচ্ছে না বলে ইউজাররা অভিযোগ করেছেন। তবে ভারতে এই সমস্যা কতটা তা অবশ্য খোলসা করে বলেনি ফেসবুক কর্তৃপক্ষ।
যদিও আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপের পাশাপাশি ভারত-সহ এশিয়ার বিভিন্ন দেশে ফেসবুকে এই সমস্যা দেখা যাওয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে সাময়িকভাবে হলেও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৩৯ শতাংশ লগইন করার সময় সমস্যার মুখে পড়ছেন। এদিকে, ছবি আপলোডের সমস্যার মুখে পড়েছেন ৩৩ শতাংশ ব্যবহারকারী।
যদিও এর কারণ সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। কারিগরি কারণে এই বিভ্রাট বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct