ভারত আগেই অভিযোগ করেছিল যে সন্ত্রাসবাদে মদত জগতে অর্থের যোগান দিয়ে থাকে নিষিদ্ধ জঙ্গি হাফিজ সাঈদের সংগঠন। তা সত্যি হয়ে উঠল পাকিস্তানের ভূমিকায়।
২৬/১১ মুম্বাই হামলায় অর্থের যোগান দিয়েছে অভিযোগে খোদ পাকিস্তান এবার মামলা করল হাফিজের বিরুদ্ধে। মুম্বই হামলার প্রধান মাথা হাফিজ সাঈদ এবং তার ১২ জন সহযোগীর বিরুদ্ধে ২৩টি মামলায় ‘সন্ত্রাসে অর্থ জোগানোয়’ মামলা দায়ের করেছে পাকিস্তান। জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইসলামাবাদের ওপর আসা ভারত সহ আন্তর্জাতিক মহলের প্রবল চাপের মুখে এই পদক্ষেপ করতে বাধ্য হল পাকিস্তান।
এ ব্যাপারে পাকিস্তানের সন্ত্রাস মোকাবিলা বিভাগ জানিয়েছে, জামাত-উদ-দাওয়া প্রধানের বিরুদ্ধে ২৩টি এবং ১২ ঘনিষ্ঠের বিরুদ্ধে পাঁচটি ট্রাস্টকে সন্ত্রাসে অর্থ জোগাতে তহবিল গঠন করে মামলা করা হয়েছে।
ইতিমধ্যে সন্ত্রাসে অর্থ জোগানোয় জামাত উদ দাওয়া, লস্কর-ই-তৈয়বা, এফআইএ এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সন্ত্রাসে অর্থ জোগানোয় অপরাধে তাদের সন্ত্রাসবিরোধী আদালতে তোলা হবে বলে পাকিস্তান সরকার জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct