সাম্প্রতিক জলসংকটের কারণে এবার থেকে হয়তো আর বৃষ্টিতে ভিজবেন না বলিউড অভিনেত্রীরা। তামিল ছবিতে বৃষ্টি এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু তীব্র জলসংকটের কারণে এখন থেকে তামিল ছবিতে জলের ব্যবহার কমে যাবে। যেটুকু থাকবে, সেটুকুও কম্পিউটারে তৈরি জল বা বৃষ্টি। সংকটে পড়ে সিনেমায় বন্যা বা সুনামির দৃশ্য দেখাতে ৫০-১০০ ট্যাংক জল চাইতে পারছেন না ছোট-বড় কোনো পরিচালকই। শীঘ্রই শুটিং শুরু হবে বা চলছে, এ রকম ছবিগুলোতেও বৃষ্টির দৃশ্য রাখছেন না কেউই। জানা গিয়েছে, সামনের দেড় বছরের মধ্যে চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু ও হায়দরাবাদসহ ২১টি শহরে জলের তীব্র সংকট তৈরি হবে। ১০ বছরের মধ্যে ভারতের ৪০ শতাংশ মানুষ পান করার মতো জল পাবে না। ইতিমধ্যে তামিলনাড়ুতে জলের জন্য শুরু হয়ে গেছে হাহাকার। এসব কারণেই সিনেমায় বৃষ্টির দৃশ্য একেবারেই রাখতে চাইছেন না পরিচালকেরা। তামিল পরিচালক জি ধনঞ্জয় জানান, বৃষ্টির দৃশ্য আপাতত বাদ দেওয়া হচ্ছে। জলের অপচয় রুখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংকটের কথা মাথায় রেখে কাজ করা হচ্ছে বলিউডেও।‘বিগ বস থ্রি’-এর সেটের সুইমিংপুল বন্ধ করে দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct