রবিবার সন্ধ্যায় অাবেগঘন সংবর্ধনার মধ্যে দিয়ে বিদায় নিলেন দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব কুমার মুখোপাধ্যায়। তিনি ছিলেন ভারতীয় ইতিহাসে প্রথম বাঙালি রাষ্ট্রপতি।
প্রণব মুখার্জি ২০১২ সালের ২৫ জুলাই দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এবং রাষ্ট্রপতি ভবন রাইসিনা হলে অাসেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
এদিন সংসদে প্রায় ২০ মিনিট ধরে ভাষণ দেন প্রণব মুখার্জি৷ সাংসদদের কাছে সংসদের ঐতিহ্য রক্ষার আহ্বান জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও প্রশংসা করেন প্রণব মুখার্জি৷ সাংসদদের দেওয়া বিদায় অনুষ্ঠানে প্রণব মুখার্জি বলেন, 'আমি এই সংসদেরই সৃষ্টি। পাঁচ দশকের সেই সংসদীয় জীবন থেকে আজ অবসর নিচ্ছি।'
আবেগসিক্ত কণ্ঠে সাংসদদের উদ্দেশে বিদায়ী রাষ্ট্রপতি বলেন, 'কোটি কোটি মানুষের আশা, অনুপ্রেরণা প্রতিফলিত হয়েছে ভারতের সংবিধানে। সব দিক খুঁটিয়ে দেখে আলোচনার মাধ্যমে আইনসভাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা এটা করতে ব্যর্থ হলে তা হবে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা।'
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি ছাড়াও উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, স্পিকার সুমিত্রা মহাজন, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীসহ সাংসদরা সবাই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংসদদের স্বাক্ষরসংবলিত একটি বই প্রণবের হাতে তুলে দেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। আগামী ২৫ জুলাই আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেবেন প্রণব মুখার্জি। জাতির উদ্দেশে দেবেন বিদায়ী ভাষণ। এদিনই তার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ক্ষমতা হস্তান্তরের পর দিল্লির ১০ নম্বর রাজাজি মার্গের সরকারি বাসভবনে অবসর জীবন কাটাবেন প্রণব মুখার্জি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct