বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি।যদিও স্ট্যান্ড বাই হিসেবে দলে রাখা হয়েছিল তাঁকে।শিখর ধাওয়ান কিংবা বিজয় শঙ্কর চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও ভাগ্য খোলেনি তাঁর। সেখানে নতুনভাবে দলে সুযোগ পেয়েছেন ঋষভ পন্থ এবং একটি একদিনের ম্যাচ না খেলা মায়াঙ্ক আগারওয়াল। আর এই অভিমানে এবার সমস্ত ধরনের ক্রিকেট থেকেই অবসর নিয়ে ফেললেন অম্বাতি রায়ডু। তবে আইপিএলে খেলা চালিয়ে যাবেন তিনি। ভারতের হয়ে একদিনের ক্রিকেটে রায়ডু ৫৫টি ম্যাচ খেলেছেন। ৪৭ গড়ে করেছেন ১৬৯৪ রান। রয়েছে তিনটি সেঞ্চুরির পাশাপাশি ১০টি হাফসেঞ্চুরিও। সর্বোচ্চ ১২৪। শেষ বার তিনি ভারতের হয়ে খেলেছিলেন এই বছরের মার্চ মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেখানে ৩ ইনিংসে তার মোট রান ছিল ৩৩।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct