হংকং’কে চিনের মূল ভূখণ্ডের সঙ্গে মিশে যাওয়ার সুযোগ করে দেবে এমন আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল হংকং। বিক্ষোভকারী হাজার হাজার জনতা মিছিল করতে করতে প্রতিবাদ জানিয়ে ঢুকে পড়ে সরকারি সদর দফতরে। তারপর তার দখল নেয়। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে,
হংকংয়ে পুলিশি প্রতিরোধ ভেঙে সরকারের সদর দফতরে ঢুকে পড়েছে হাজার হাজার বিক্ষোভকারী। এর আগে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ মরিচের গুঁড়ো ছিটায় এবং ব্যাপক লাঠিচার্জ করে। তাতেও তাদের সামলানো যায়নি।
সোমবার হংকং’কে চীনের কাছে হস্তান্তরের বার্ষির্কী পালন উপলক্ষে গণতন্ত্রপন্থী বিশাল এক সমাবেশের আয়োজন করা হয়। এ সময় তারা বিভিন্ন রাস্তা দখল করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
বিক্ষোভকারীদের ছোট একটি গোষ্ঠী জনগণের যাতায়াতের তিনটি গুরুত্বপূর্ণ রাস্তা দখল করার পর সোমবার হংকংয়ে আবারো চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ কারীদের অধিকাংশই যুবক ও মুখোশ পরা ছিল আধা-স্বায়ত্তশাসিত হংকংএ বিগত তিন সপ্তাহ ধরে ব্যাপক বিক্ষোভ চলছে। তারা চিনের কাছে হংকং হস্তান্তরের আইন প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ১ জুলাই হংকং ব্রিটেনের হাত থেকে চিনা শাসনে ফিরে গেলেও একটি বিশেষ বন্দোবস্তের আওতায় নগরীটি এখনো পৃথকভাবে পরিচালিত হচ্ছে। এটি ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নামে পরিচিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct