বিশ্বকাপ ক্রিকেটে ভারতের টানা জয় আটকে দিল ব্রিটিশরা। বিশ্বকাপে ছয় ম্যাচ অপরাজিত থেকে রোববার আয়োজক দেশ ইংল্যান্ডের বিপক্ষে ৩১ রান হারতে হল ভারতকে। যদিও শুধু দেশবাসী নয়, চিরশত্রু পাকিস্তান কিংবা বাংলাদেশও চেয়েছিল জিতুক ভারত। তাহলে পাকিস্তানের ও বাংলাদেশের শেষ করে ওঠার একটা সুযোগ থাকবে। কিন্তু দেশবাসী চেয়েছিল ভারত অপরাজিত হয়েই সেমি ফাইনালে যাক। আগেই ভারত চলে গিয়েছিল সেমি ফাইনালে। তাই ইংল্যান্ডের কাছে এই হার নিয়ে চিন্তিত নন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তার মতে যে কোনো দল এক-দুই ম্যাচ হারতেই পারে। ম্যাচ শেষে কোহলি বলেন, ‘এখন আমাদের দলের পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে, যে আমাদের কি কি উন্নতি করার প্রয়োজন রয়েছে। প্রত্যেকটা দলই ম্যাচ হেরেছে। কোনো দল হারবে না এমনটা নয়। কিন্তু এটাও বলতে হবে তারা (ইংল্যান্ড) দুর্দান্ত খেলেছে।
তবে ভারতের এই হারের কারণ ব্যাখ্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল হচ্ছে। কেউ কেউ বলছেন গেরুয়া রঙের জার্সি পরাই কাল হল কোহলিদের। বিদেশে গিয়ে শাসক দলের গেরুয়া রং অপয়া হয়ে উঠেছে বলে মন্তব্য উঠে আসে। অনেকের বক্তব্য, জাতীয় পতাকাতেও গেরুয়া রং আছে। কিন্তু সবুজের সঙ্গে। তাই সবুজ আর গেরুয়া রঙের জার্সি পড়লে হয়তেমান হত না। নীল আর গেরুয়া কাল হয়ে দাঁড়াল। তাদের মতে গেরুয়া জার্সিই হারের কারণ!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct