আধুনিক প্রযুক্তির ধারণ পাল্টাচ্ছে বিশ্বজুড়ে। বর্তমানের বিশ্বব্যাপী স্মার্টফোন আর ট্যাবের অপারেটিং সিস্টেমের অর্ধেকেরও বেশি রয়েছে অ্যান্ড্রয়েডের দখলে। কিন্তু শুধু স্মার্টফোন আর ট্যাবে থেমে নেই অ্যানড্রয়েড, উন্মুক্ত অপারেটিং সিস্টেম হিসেবে ডিজিটাল ক্যামেরা, হাতঘড়ি, মিডিয়া প্লেয়ার, এমনকি রেফ্রিজারেটরেও ঢুকে পড়েছে অ্যানড্রয়েড! স্মার্টফোনের ক্যামেরাগুলোও অ্যানড্রয়েড থাকায় ছবি তোলাকে এবং সকলের সাথে শেয়ার করাকে জনপ্রিয় করে তুলেছে। তবে এখন অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ক্যামেরাই তৈরি হচ্ছে বিশ্বজুড়ে। নিকন প্রথম অ্যানড্রয়েড ২.৩ চালিত কুলপিক্স এস৮০০সি ক্যামেরা নিয়ে আসে। তবে নিকনকে টেক্কা দিতে স্যামসাং সম্প্রতি নিয়ে এসেছে অ্যানড্রয়েডের ৪.১ বা জেলি বিন সংস্করণের গ্যালাক্সি ক্যামেরা। অ্যানড্রয়েড কোনো স্মার্টফোনের সাথে জুড়ে দিয়ে হাতঘড়িকে ব্যবহার করা যায় ফোনের রিমোট হিসেবেই। অর্থাৎ ঘড়ি থেকেই ফোনকল রিসিভ করা, টেক্সট ম্যাসেজ পড়া, প্লেলিস্ট ব্যবস্থাপনা, ভলিউডম নিয়ন্ত্রণ করা, ক্যালেন্ডার চেক করা কিংবা সোস্যাল নেটওয়ার্কের নোটিফিকেশনগুলো চেক করার মতো কাজগুলোও করা যায় এসব অ্যানড্রয়েড ঘড়ির মাধ্যমে। এর মধ্যেই সনি এরকিসন দুইটি মডেলের অ্যানড্রয়েড হাতঘড়ি নিয়ে এসেছে।
অন্যদিকে রেফ্রিজারেটরের কাজ কেবল খাবার সংরক্ষণ করা হলেও রেফ্রিজারেটরেও স্মার্ট টেকনোলজি যুক্ত করার উদ্যোগ নিয়েছে স্যামসাং। ইতোমধ্যেই তারা তৈরি করেছে চার দরজার একটি রেফ্রিজারেটর। যাতে রয়েছে ৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে এবং ওয়াই-ফাই সংযোগ। ওয়েদার ফোরকাস্ট, নিউজ, ক্যঅলেন্ডার, নোট, টুইটার, প্যানডোরা, পিকাসা ফটোসের মতো সব অ্যাপ্লিকেশন রয়েছে এর জন্য। এসব অ্যাপ্লিকেশনের সাথে সাথে স্মার্ট রেফ্রিজারেটরটি ভেতরের খাবররগুলোর গুণগত মান জানাতে পারবে ব্যবহারকারীকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct