আগে বলা হত মশা মারতে কামান দাগার কথা। এখন যুগ পাল্টেছে। এবার মশা আর ডেঙ্গুর লার্ভা খুঁজতে ড্রোন। কলকাতা পুরসভা ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে এবার ড্রোনকে নামাতে জোর তৎপর। গত বছর শহরে বেশ কিছু এলাকায় ডেঙ্গুতে আক্রান্তÍ হয়ে ১০ জনের মৃত্যু হয়েছিল। এবার তাই আগেভাগেই সতর্ক হয়েছে কলকাতা পুরসভা। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বদ্ধ পরিকর শহরকে ডেঙ্গুমুক্ত করতে হবে। ইতিমধ্যে পুরসভার স্বাস্থ্য দফতরের নির্দেশে কয়েক মাস ধরে শহরের পাঁচটি বরো এলাকায় (কয়েকটি ওয়ার্ড নিয়ে একটি বরো) ক্যামেরা লাগানো ড্রোন দিয়ে নজরদারি চালানো হয়েছে। ড্রোন ক্যামেরার তোলা ছবিতে ধরা পড়েছে ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশার বংশবৃদ্ধির চিত্র। ডেপুটি মেয়র অতীন ঘোষ-সহ পুর স্বাস্থ্য আধিকারিকদের দেখানো হয়েছে সেই সব ছবি। পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা তপন কুমার মুখোপাধ্যায় জানিয়েছেন, গত বছর শহরে যে সব বরো এলাকায় ডেঙ্গি রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল, মূলত সেখানকার উঁচু বাড়ির ছাদে, পরিত্যক্ত কারখানায় ও জঙ্গলে ড্রোনের সাহায্যে ছবি তোলা হয়েছে। প্রায় ৫০০ ছবির অনেকগুলিতেই ধরা পড়েছে এডিস মশার বংশবিস্তার। ঠিক হয়েছে, পুরসভার পতঙ্গ বিশেষজ্ঞ দল সেই ছবি দেখে মশা নিধনের প্রক্রিয়া স্থির করবে। আর দুর্গম স্থানে ও বহুতলের ছাদে ড্রোনের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে মশা মারার তেল। মশা মারতে তাই আর কামান নয়, দাগ হবে ড্রোন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct