সম্প্রতি ঝাড়খণ্ডে চোর সন্দেহে ধৃত এক যুবককে মারধরের ফলে মৃত্যু হয়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার অন্যতম কারণ যখন জানতে পারে তার নাম তাবরেজ আনসারি, তখন তাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছিল। গত ১৮ জুন সরাইকেলা-খরসোঁয়া জেলার ধক্তিদি গ্রামের বেশ কয়েকজন ব্যক্তি প্রায় ১৮ ঘণ্টা ধরে মারধরের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২৩ জুন ওই যুবক মারা যান। এই ঘটনা সামাজিক লজ্জা হ8সেবা দেখা হচ্ছে। মানুষ যেভাবে নৃশংস হয়ে উঠছে তাতে সাড়া দেবে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
যদিও এই ঘটনা সম্পর্কে সরাইকেলা পুলিশ প্রধান সার্থিক এস জানিয়েছেন, পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে। এছাড়া পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হওয়ায় এবং যথাসময়ে সিনিয়র কর্মকর্তাকে বিষয়টি অবহিত না করায় দুই পুলিশ সদস্যকে বরখাস্তও করা হয়েছে।
তবে আরো এক তথ্য সামনে আসছে। প্রায় ১৫ বছর আগে তাবরেজের বাবা মাসকুর আনসারিকেও পিটিয়ে হত্যা করা হয়েছিল। জানা গেছে, তিনিও নাকি চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন গ্রামবাসীদের হাতে। তারপর তাকেও পিটিয়ে মারা হয় জামশেদপুরের বাগবেড়া এলাকায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct