কুকুর বুদ্ধিমান প্রাণী, তা আমরা কমবেশি সবাই জানি। নিজের বুদ্ধিমত্তা দিয়ে মানুষকেও অবাক করে দেয় তারা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, একটি আহত কুকুর নিজে গিয়েই ওষুধের দোকানে বসে চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছে। শুধু তাই নয় চিকিৎসা শেষে মেঝেতে গড়াগড়ি চিকিৎসককে ধন্যবাদও জানিয়েছে ওই কুকুর। ঘটনাটি ঘটেছে তুরস্কের ইস্তাম্বুল শহরের। ২৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পথকুকুর ওষুধের দোকানে বসে রয়েছে। এক পায়ে আঘাত আর একজন মহিলা চিকিৎসক তার সেবা করছেন। সেবা শেষ হয়ে গেলে কুকুরটি পা তুলে নারীর হাতে তা রেখে ধন্যবাদ জানানোর ভঙ্গি করে। এমনকি ধন্যবাদ দেয়ার ভঙ্গিতে শেষে মেঝেতেও শুয়ে পড়ে কুকুরটি। তাকে আদরও করে দেন ওই মহিলাও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct