সম্প্রতি এক সমীক্ষায় দেখা যাচ্ছে, মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে ৬৫ শতাংশ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে সক্রিয়। তাদের বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় সত্রিয় থাকেন মোবাইলের মাধ্যমে। যদিও ভারত, বাংলাদেশের অনেক মাদ্রাসাতেই কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ রাখেন। যদিও মুভ ফাউন্ডেশন নামক একটি সংস্থার সমীক্ষায় ধরা পড়লো ঠিক অন্যচিত্র। ভারতের বিভিন্ন মাদ্রাসার পাশাপাশি বাংলাদেশের ১২টি জেলার কওমি ও আলিয়া মাদ্রাসার ৮২৫ জন শিক্ষার্থীদের ওপর এই সমীক্ষা চালানো হয়। সেখানে জানা যায় এই সত্য।মুভ ফাউন্ডেশনের এক সদস্য জানান, সমীক্ষার মূল উদ্দেশ্য ছিল কওমি এবং আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা কিভাবে সামাজিক মাধ্যম ব্যবহার করে সেটা জানা। সেই সঙ্গে কোন বিষয়গুলোতে তারা আগ্রহী, তারা কী ধরণের পোস্ট শেয়ার করে, উগ্রবাদ ও সাইবার অপরাধ সংক্রান্ত বিষয় সম্পর্কে তাদের কতটা ধারণা আছে, সে সম্পর্কে ধারণা পেতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct