১৮ বয়সের অাগে প্রায় সাড়ে অাট কোটি ভারতীয় বালিকার বিয়ে হয়ে যায়৷ অার বিশ্বর হিসাবে প্রতিজন বাল্যবিবাহ হওয়া মেয়েদের মধ্যেএকজন ভারতীয় বলে এক রিপোর্টে উঠে এসেছে৷
শুক্রবার অ্যাকশন এইড নামে এক সাংখ্য বিশ্লেষক সংস্থা ২০১১ সালের জনগণনা তথ্য বিশ্লেষণ করে এক রিপোর্ট তুলে ধরেছে যার শরোনাম করেছে 'এলিমিনেটিং চাইল্ড ম্যারেজ অফ ইন্ডিয়া'৷
তবে রিপোর্ট গত এক দশকে দেশে নাবালিকা বিয়ের হার সামান্য কমেছে৷
বিশ্ব যেখানে বর্তমানে প্রায় ৩৩ শতাংশ বাল্যবিবাহের ঘটনা ঘটছে সেখানে ভারতে তার হার মাত্র ৩০.২ শতাংশ৷ ২০১১ সেন্সাস অনুযায়ী দেশে ৭৫ শতাংশ বাল্য বিবাহ ঘটছে গ্রামীন এলাকায়৷ ২০০৭ থেকে ২০১১ সালের মধ্যে সবচেয়ে বেশি বাল্যবিবাহ হয়েছে যা প্রায় ৮২ শতাংশ৷ রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি বাল্যবিবাহের সংখ্যা উত্তরপ্রদেশে৷ যা প্রায় ১৬ শতাংশ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct