লোকসভায় সরকার পক্ষের তরফ থেকে তিন তালাককে নিষিদ্ধ করার বিল পেশ করার সঙ্গে সঙ্গে কিছু জায়গায় তিন তালাকের বিরোধিতা করা হয়। কিছু জায়গায় এই বিলের সমর্থনও করা হয়েছে। যদিও তিন তালাক বিল নিয়ে সমাজবাদী পার্টির রামপুরের সাংসদ আজম খান বলেন, 'আমি আর আমার দল শুধু সেই জিনিসগুলোকেই সমর্থন করি আর মানি, যেগুলো কুরআনে লেখা আছে। তিন তালাকা ইস্যু সম্পূর্ণ ধার্মিক। এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই। ইসলামে মহিলাদের যতটা সন্মান আর অধিকার দেওয়া হয়, ততটা অন্য কোন ধর্মে দেওয়া হয় না। ১৫০০ বছর আগে ইসলামই একমাত্র ধর্ম ছিল, যেখানে মহিলাদের সমান অধিকার দেওয়া হত। এরকম অন্য কোন ধর্মে দেওয়া হয়নি। আজকাল তালাক আর মহিলাদের প্রতি হিংসার খবর সব থেকে কম ইসলাম ধর্মেই পাওয়া যায়। আমাদের ধর্মে মহিলাদের জ্বালানো আর তাদের হত্যা করা হয় না।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct