অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে তরুণ প্রজন্মদের মাথার খুলির পেছনের অংশে 'শিংয়ের মতো' হাড়ের বৃদ্ধি পাচ্ছে। এদিন কুইন্সল্যান্ডে ইউনিভার্সিটি অব দ্য সানশাইনের গবেষকরা এমনটা জানিয়েছেন। গবেষণায় দেখা গিয়েছে, ১৮ থেকে ৩০ বছর বয়সী প্রায় ২০০ মানুষের এর এক্সরে রিপোর্ট যাছাই করা হয়েছে । এতে দেখা যায়, অংশগ্রহণকারীদের মধ্যে ৪১ ভাগের মাথার খুলির পেছনে ১০ থেকে ৩১ মিলিমিটার আকারের পিণ্ড দৃশ্যমান। বিষয়টি আরও যাচাই করার জন্য এমআরআই স্ক্যান ও রক্ত পরীক্ষা করা হয়। তাতেও প্রমাণিত হয় এ শিংয়ের মতো দেখতে হাড়ের পিণ্ডটি কোনো জৈবিক কারণ কিংবা রোগের জন্য হয়নি। সেটা হয়েছে দীঘক্ষণ ঘাড় নীচু করে মোবাইলের দিকে তাকিয়ে থাকার জন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct