রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এস-৪০০ কেনা নিয়ে ন্যাটো মিত্র তুরস্ক ও আমেরিকার মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। এর মাঝেই শত্রুপক্ষ আমেরিকাকে চাপে রাখতে এবার ইরানকে সর্বাধুনিক প্রযুক্তির আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার প্রস্তাব দিল রাশিয়া। রাশিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার প্রতিরক্ষা বিষয়ক কমিটির উপ-প্রধান আলেকজান্ডার শেরিন ইরানকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রস্তাব দেন। এ বিষয়ে এদিন তিনি বলেন, 'আমেরিকা পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি জোরদারের পাশাপাশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছে। এ অবস্থায় এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়টি ইরানের বিবেচনা করা উচিত।' তিনি আরও বলেন, 'আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এস-৪০০ কেনা উচিত। এ পদক্ষেপ ইরানের নিরাপত্তা নিশ্চিত করবে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct