নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ছায়া যেন আবার গিয়ে পড়ল ইরাকে। সেই শুক্রবার জুম্মার নামাজের সময় বোমা হামলায় মৃত্যু মিছিল। ঘটনাটি ঘটেছে
ইরাকের রাজধানী বাগদাদে একটি মসজিদে।
জানা গেছে, জুমার নামাজ যখন চলছিল সেই সময়টায় হামলার জন্য বেছে নেওয়া হয়। এর পর আত্মঘাতী হামলা চলে। আপাতত এই হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া বহু মুসল্লি আহত হয়েছে।
সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, শুক্রবার বাগদাদের পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থিত ইমাম মাহদি আল মুন্তাধার নামে শিয়া মসজিদটিতে এ হামলার ঘটনা ঘটে। তাই এটি জঙ্গি হামলা না শিয়া সুন্নি বিরোধের ফসল তা পরিষ্কার নয়।
এ ব্যাপারে পুলিশ ক্যাপ্টেন আহমেদ খালাফ জানিয়েছেন, অজ্ঞাত এক হামলাকারী বিস্ফোরক বেল্ট পরে এই আত্মঘাতী হামলা চালিয়েছে। হামলার পর শুরু হয় দ্রুত উদ্ধার কাজ। অ্যাম্বুলেন্সে করে ১০ জনের মরদেহ এবং আহত ৩০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ হামলার দায় এখন পর্যন্ত কোনও গোষ্ঠী স্বীকার করেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct