পাকিস্তানে মহিলা ও শিশু নির্যাতন ব্যাপক আকার বাড়ছে। মহিলাদের প্রতি হিংসা রুখতে সম্প্রতি সেদেশের আদালত এগিয়ে এসেছেন। শিশু ও মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে ১০০টি বিশেষ আদালত গঠন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তাদের সুপ্রিমকোট। প্রধান বিচারপতি আসিফ সাঈদ খোসা সুপ্রিম কোর্টকে ১১৬টি মহিলা নির্যাতন দমন আদালত প্রতিষ্ঠা করতে বলেন। একইসঙ্গে শিশুদের প্রতি নির্যাতন রুখতে দেশটির প্রতি জেলায় আলাদা করে একটি আদালত প্রতিষ্ঠার কথাও বলেন।তিনি ইসলামাবাদে বিচারপতিদের বলেন, 'মহিলা ও শিশুদের জন্য যে আদালত গঠন করা হবে তার কার্যপ্রণালী অন্য সব আদালত থেকে ভিন্ন হতে হবে।' এ বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct