স্পেনের কোচিংয়ে এবার বড় পরিবর্তন হল। স্পেনের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন লুইস এনরিকে। এনরিকের এই সরে দাঁড়ানোর বিষয় সঠিক বলে জানিয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস। তবে এই পদত্যাগের কারণ ব্যক্তিগত বলে জানিয়েছেন এনরিকে। উল্লেখ্য, গত মার্চের পর থেকে লা রোহাদের সঙ্গে ছিলেন না এনরিকে।
এ ব্যাপারে রুবিয়ালেস জানান, স্প্যানিশ ফুটবল সবসময় এনরিকেকে সমর্থন দিয়ে এসেছে এবং তার অনুপস্থিত থাকা নিয়েও আমরা কখনো প্রশ্ন তুলিনি।
সর্বশেষ জাতীয় দলের তিনটি ম্যাচে এনরিকের অধীনেই জয় পেয়েছে স্পেন। এর আগে রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোতে বিদায়ের পর স্পেনের দায়িত্ব নেন এনরিকে। তিনি ১১ মাস ২০১০ সালের বিশ্বকাপ জয়ীদের সঙ্গে কাজ করেছেন। তারপর তার সাড়ে দাঁড়ানো সবাইকে অবাক করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct