বন্ধ হয়ে গেল ঐতিহ্যময় ইংরেজি দৈনিক দ্য স্টেটসম্যান পত্রিকা। দেশের অন্যতম পুরানো ইংরেজি দৈনিকটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছে। তারপর তার প্রকাশনা পুরোপুরি বন্ধ হয়ে গেল।
১৮৭৫ সালে কলকাতা সংস্করণ দিয়ে দেশে যাত্রা শুরু স্টেটসম্যানের। ১৮২১ সালে প্রতিষ্ঠিত দ্য ইংলিশম্যান পত্রিকা ১৯৩৪ সালে মিশে যায় স্টেটসম্যানের সঙ্গে। ১৯৩১ সালে দিল্লি সংস্করণ শুরু হয়। এই পত্রিকার বিক্রি কমতে থাকে যখন আনন্দবাজার গোষ্ঠী এম জে আকবরের সম্পাদনায় দ্য টেলিগ্রাফ পত্রিকা বের করতে শুরু করে। এর পর টাইমস অফ ইন্ডিয়া কলকাতা সংস্করণ শুরু করলে স্টেটসম্যানের হল আরো খারাপ হয়। এরপর তারা স্টেটসম্যানের বাড়ির কিছু অংশ প্রথমে বিক্রি করে দেয়। তারপর হাতবদল হয় স্টেটসম্যানের। কিন্তু অবশেষে তার প্রকাশনা বান্ধ গেল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct